প্রকাশিত:
১৯ অক্টোবার ২০২৫, ১৭:২৬
শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাইয়ে টেস্ট সিরিজের পর এই সংস্করণের অধিনায়কত্ব আর করবেন না বলে জানিয়ে দেন নাজমুল হোসেন। এরপর টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েই বেশি ব্যস্ত সময় পার করা বাংলাদেশকে এখন অবশ্য টেস্টের নেতৃত্ব নিয়েও ভাবতে হচ্ছে। নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। এই সফরে আইরিশরা তিনটি টি-টোয়েন্টির সঙ্গে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে।
জানা গেছে, টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা লিটন দাসই এগিয়ে রয়েছেন টেস্ট দলের দায়িত্ব নেওয়ার সম্ভাব্যতায়।
নতুন অধিনায়কের নাম বলতে না চাইলেও সিরিজটি সামনে রেখে টেস্ট দলের নেতৃত্ব নিয়ে এর মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ করেছি। খুব তাড়াতাড়ি টেস্ট দলের অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হবে।
’
নতুন কাউকে নাকি পুরনোদের দিকেই ঝুঁকবে বোর্ড—এমন প্রশ্নে অবশ্য রহস্য রেখে নাজমুল আবেদীনের উত্তর, ‘আলোচনা হয়েছে। দেখা যাক।’ নির্ভরযোগ্য একটি সূত্র মতে, এই আলোচনায় লিটন এগিয়ে। অন্য দুই সংস্করণের চেয়ে টেস্ট ক্রিকেটে বেশ ধারাবাহিক তিনি।
একই সঙ্গে তাঁর টি-টোয়েন্টি দলের নেতৃত্বও ইতিবাচক ভূমিকা রেখেছে। চলতি বছরের মে থেকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয় লিটনকে। তাঁর অধীনে এই সংস্করণে সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপ সামনে রেখে দলও অনেকটা গুছিয়ে এনেছেন লিটন।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: