[email protected] ঢাকা | বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

মিয়া গোলাম পরওয়ার।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে জামায়াত, তবে সই করবে কিনা সেই সিদ্ধান্ত এখনও নেয়নি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ অক্টোবার ২০২৫, ১৯:৪৬

ছবি: সংগ্রহীত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশ জামায়াত ইসলামী, তবে সই করবে কিনা সেই সিদ্ধান্ত এখনও নেয়নি। বৃহ্স্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক সেমিনারে এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুধুমাত্র ঐকমত্য হওয়া সুপারিশগুলো গণভোটের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হলে গুরুত্ব হারাবে গণভোট। তাই নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। এ ছাড়াও উভয় কক্ষে পিআর দিতে হবে। গণভোট ছাড়া এ দাবিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কারকাজ বিষয়গুলো আগামী সংসদ অধিবেশন এবং আদালতে নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্রের বীজ বুনেছিলো একটি দল। ঐকমত্য কমিশন আর সব রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় তা ধোপে টেকেনি।

তিনি দাবি করেন, কিছু উপদেষ্টা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। নিজেদের পছন্দের লোকদের প্রশাসনে বসিয়ে বিশেষ রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে।

এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর