আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে গত ৩০ সেপ্টেম্বর। আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। শুরুতেই টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান। কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে আগে বোলিং করবে লাল-সবুজের দল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ন ফাতিমা সানা।
এবার ইতিহাসের দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। বাছাইপর্বে পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়ে জায়গা নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। গেল বিশ্বকাপের পর বাংলাদেশের বড় সাফল্য ছিল শক্তিশালী ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়।
চলতি বছর আট ম্যাচে চারটি জয় পেয়েছে বাংলাদেশ। আর পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতে জিতেছে তারা, এর মধ্যে একটি ম্যাচ এসেছে রোমাঞ্চকর সুপার ওভারে। ২৩ সেপ্টেম্বর কলম্বো পৌঁছানোর পর স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে দলটি।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: