[email protected] ঢাকা | বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ সদর

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৫, ২৩:৩৯

ছবি: সংগ্রহীত

তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফাইনাল খেলায় শিবগঞ্জ উপজেলাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁপাইনবাবগঞ্জ সদর।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে ট্রফি এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা ও রানার্স আপ দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দিন, ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তাগনসহ প্রমুখ।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আহাদ, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট আহাদ আলী এবং সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হন শিবগঞ্জ উপজেলার আরিয়ান। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হসেবে নির্বাচিত হন আব্দুস সামাদ। খেলায় গ্যালারিতে কানায় কানায় দর্শকের সমাগম ঘটে এবং মাঠেও উপচে পড়া দর্শকের সমাগম ছিল।

রাব্বি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর