[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২
thecitybank.com

পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে,

শেষ হলো জেলা পর্যায়ের ক্রীয়া প্রতিযোগিতার জমজমাট আসর

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৪, ২০:১০

অতিথিবৃন্দের কাছ থেকে পুরুস্কার গ্রহণ করছেন বিজয়ী প্রতিযোগী। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলাপর্যায়ের জমজমাট আসর।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সাহিদ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলামসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

জেলা পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলা সদরসহ ৫ উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ক্রিকেট, দৌড়, উচ্চলম্ফনসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর