[email protected] ঢাকা | বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

আমলের ভিত্তিতে আল্লাহর কাছে নারী-পুরুষ সমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ অক্টোবার ২০২৫, ১৭:১৮

ছবি: সংগ্রহীত
মহানবী (সা.)-এর স্ত্রীদের একজন ছিলেন উম্মুল মুমিনীন হজরত উম্মে সালমা (রা.)। তিনি একদিন রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন, কোরআন কারিমে আল্লাহ তায়ালা পুরুষদের কথা উল্লেখ করেছেন, আমাদের নারীদের কথা কোথাও উল্লেখ করা হয়নি কেন? 
 
হজরত উম্মে সালমা (রা.) বলেন, এরপর একদিন আমি আমার ঘরে বসে আমার মাথার (চুলের) যত্ন করছিলাম এমন সময় মিম্বর থেকে রাসুলুল্লাহ (সা.)-এর শব্দ শুনতে পেলাম। তখন আমি আমার চুলগুলো ওই অবস্থায় জড়িয়ে নিলাম এবং রুমে বসে তার কথাগুলো শুনতে লাগলাম। 
 
ওই সময় তিনি মিম্বরে কোরআনের এই আয়াত পাঠ করছিলেন—
 
اِنَّ الۡمُسۡلِمِیۡنَ وَ الۡمُسۡلِمٰتِ وَ الۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡقٰنِتِیۡنَ وَ الۡقٰنِتٰتِ وَ الصّٰدِقِیۡنَ وَ الصّٰدِقٰتِ وَ الصّٰبِرِیۡنَ وَ الصّٰبِرٰتِ وَ الۡخٰشِعِیۡنَ وَ الۡخٰشِعٰتِ وَ الۡمُتَصَدِّقِیۡنَ وَ الۡمُتَصَدِّقٰتِ وَ الصَّآئِمِیۡنَ وَ الصّٰٓئِمٰتِ وَ الۡحٰفِظِیۡنَ فُرُوۡجَهُمۡ وَ الۡحٰفِظٰتِ وَ الذّٰكِرِیۡنَ اللّٰهَ كَثِیۡرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمۡ مَّغۡفِرَۃً وَّ اَجۡرًا عَظِیۡمًا
 
উচ্চারণ:
 
ইন্নাল মুছলিমীনা ওয়াল মুছলিমা-তি ওয়াল মু’মিনীনা ওয়াল মু’মিনা-তি ওয়াল কা-নিতীনা ওয়াল কা-নিতা-তি ওয়াসসা-দিকীনা ওয়াসসা-দিকা-তি ওয়াসসা-বিরীনা ওয়াসসা-বিরাতি ওয়াল খা-শি‘ঈনা ওয়াল খা-শি‘আ-তি ওয়াল মুতাসাদ্দিকীনা ওয়াল মুতাসাদ্দিকা-তি ওয়াসসাইমীনা ওয়াসসাইমা-তি ওয়াল হা-ফিজীনা ফুরূজাহুম ওয়াল হা-ফিজা-তি ওয়াযযা-কিরীনাল্লা-হা কাছীরাওঁ ওয়াযযা-কিরা-তি আ‘আদ্দাল্লা-হু লাহুম মাগফিরাতাওঁ ওয়া আজরান ‘আজীমা-।
 
অর্থ: নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়ামপালনকারী পুরুষ ও নারী, নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। (সুরা আহযাব, আয়াত : ৩৫)
 
এতে মহিলাদের মন জয় করা হয়েছে। তাছাড়া ইসলামের সকল বিধান ও আহকামে পুরুষদের সাথে মহিলারাও শামিল, শুধু তাদের কিছু বিশেষ আহকাম ছাড়া যা তাদেরই জন্য নির্দিষ্ট। 
 
এই আয়াত ও কোরআনের আরও কিছু আয়াতের মাধ্যমে বুঝা যায় যে, ইবাদত ও আল্লাহর আনুগত্য এবং পরকালের মান-মর্যাদায় পুরুষ ও নারীর মাঝে কোন পার্থক্য নেই। উভয়ের জন্য একই রকম মর্যাদা এবং উভয়েই বেশি বেশি নেকী ও সওয়াব অর্জন করতে পারে। জাতিভেদে তাদের মাঝে কোন কম-বেশি করা হবে না। 
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর