[email protected] ঢাকা | সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২
thecitybank.com

নবী আইয়ুব (আ.)-কে যেভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল শয়তান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ২০:৪৩

ছবি: সংগ্রহীত
হজরত আইয়ুব (আ.)-এর বিশাল রাজত্ব ছিল। তার কয়েকজন স্ত্রী ও অনেক সন্তান ছিল। হঠাৎ তিনি কঠিন রোগে আক্রান্ত হন। আস্তে আস্তে তার সব সম্পদ শেষ হয়ে যায়, রাজত্ব হারিয়ে ফেলেন। 
 
দীর্ঘ দিন রোগে আক্রান্ত থাকার কারণে, স্ত্রী, পরিজন, সন্তান সবাই তাকে ছেড়ে চলে যান। তিনি একা হয়ে পড়েন। এ সময় শুধু একজন স্ত্রী তার সঙ্গে ছিলেন। তিনি সকাল-সন্ধ্যা তার সেবা-শুশ্রূষা করতেন এবং কোথাও কাজ-কর্ম করে তার জন্য কোন রকম আহারের ব্যবস্থা করতেন। 
 
হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত যে, আইয়ুব (আ.)-এর অসুস্থতার সময় একদিন শয়তান চিকিৎসকের বেশে আইয়ুব (আ.)-এর স্ত্রীর সঙ্গে দেখা করলো। নবীর স্ত্রী ওকে চিকিৎসক মনে করে স্বামীর চিকিৎসা করতে অনুরোধ করেন। 
 
শয়তান বলল, এই শর্তে চিকিৎসা করতে পারি যে, আরোগ্য লাভ করলে একথার স্বীকৃতি দিতে হবে যে, আমিই তাকে আরোগ্য দান করেছি। এ স্বীকৃতিটুকু ছাড়া আমি আর কোন পারিশ্রমিক চাই না। 
 
স্ত্রী আইয়ুব (আ.)-কে একথা বললে, তিনি বললেন— তোমার সরলতা দেখে সত্যই দুঃখ হয়। ওতো শয়তান ছিল। এ ঘটনায় বিশেষত, তার স্ত্রীর মুখ দিয়ে শয়তান কর্তৃক এমন একটা প্রস্তাব তার সামনে উচ্চারিত করানোর বিষয়টা তিনি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারলেন না। তিনি খুব দুঃখ পেলেন। কারণ, প্রস্তাবটা ছিল শেরেকীতে লিপ্ত করার একটা সূক্ষ্ম অপপ্রয়াস।
 
তাই তিনি শপথ করে বসলেন যে, আল্লাহ তায়ালা আমাকে সুস্থ করে তুললে স্ত্রীর এ অপরাধের জন্য তাকে একশত বেত্ৰাঘাত করব। 
 
সুস্থ হওয়ার পর আল্লাহ তায়ালা তাকে শপথ পূরণের নির্দেশ দিলেন। তবে একজন মানুষের পক্ষে ১০০ বেত্রাঘাত সহ্য করা কঠিন। তাই আল্লাহ তায়ালা তাকে নির্দেশ দিলেন যে, একশত ঘাসের গোছা বা ঝাঁটা (অথবা একশত ছড়াবিশিষ্ট খেজুর-কাঁদি) নিয়ে তাকে একবার আঘাত কর, তাহলেই তোমার কসম পূর্ণ হয়ে যাবে। 
 
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—
 
وَاذۡکُرۡ عَبۡدَنَاۤ اَیُّوۡبَ ۘ  اِذۡ نَادٰی رَبَّہٗۤ اَنِّیۡ مَسَّنِیَ الشَّیۡطٰنُ بِنُصۡبٍ وَّعَذَابٍ ؕ ٤١ اُرۡکُضۡ بِرِجۡلِکَ ۚ ہٰذَا مُغۡتَسَلٌۢ بَارِدٌ وَّشَرَابٌ ٤٢ وَوَہَبۡنَا لَہٗۤ اَہۡلَہٗ وَمِثۡلَہُمۡ مَّعَہُمۡ رَحۡمَۃً مِّنَّا وَذِکۡرٰی لِاُولِی الۡاَلۡبَابِ ٤٣ وَخُذۡ بِیَدِکَ ضِغۡثًا فَاضۡرِبۡ بِّہٖ وَلَا تَحۡنَثۡ ؕ اِنَّا وَجَدۡنٰہُ صَابِرًا ؕ نِعۡمَ الۡعَبۡدُ ؕ اِنَّہٗۤ اَوَّابٌ ٤٤
 
আমার বান্দা আইয়ুবকে স্মরণ কর, যখন সে নিজ প্রতিপালককে ডেকে বলেছিল, শয়তান আমাকে দুঃখ ও কষ্টে জড়িয়েছে। (আমি তাকে বললাম) তুমি তোমার পা দ্বারা মাটিতে আঘাত কর। নাও, এই তো গোসলের ঠাণ্ডা পানি, এবং পানীয়। এবং (এভাবে) আমি তাকে দান করলাম তার পরিবারবর্গ এবং তাদের সাথে অনুরূপ আরও তার প্রতি আমার রহমত এবং বোধসম্পন্ন ব্যক্তিদের জন্য উপদেশস্বরূপ। (আমি তাকে আরও বললাম) তোমার হাতে এক মুঠো তৃণ নাও এবং তা দ্বারা আঘাত কর আর শপথ ভঙ্গ করো না। বস্তুত আমি তাকে পেয়েছি একজন সবরকারী। সে ছিল অতি উত্তম বান্দা। প্রকৃতপক্ষে সে ছিল অত্যন্ত আল্লাহ-অভিমুখী। (সুরা সোয়াদ, আয়াত : ৪১-৪৪)
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর