[email protected] ঢাকা | শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মিজানুরের মনোনয়নপত্র সংগ্রহ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৮ ডিসেম্বার ২০২৫, ১৬:৩৬

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমান। ছবি: চাঁপাই জার্নাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ড. মু. মিজানুর রহমান বলেন, বিগত সময়ে বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘদিন জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বর্তমানে নির্বাচন করার সুযোগ পেয়ে ভোটাররা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহী।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হলো। দীর্ঘদিন পর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ হয় এবং সব দল সমান সুযোগ পায়, সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই। পাশাপাশি সকল প্রার্থী ও ভোটার যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের পরিবর্তন প্রয়োজন। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, খুন ও ডাকাতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এই পরিবর্তনের জন্য তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে বিজয় অর্জিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোহা. ইয়াহহিয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য মো. তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা আমীর মো. ইমামুল হোদা, নাচোল উপজেলা আমীর মো. ইয়াকুব আলী এবং ভোলাহাট উপজেলা আমীর মাওলানা মো. শামসুজ্জামান আলকাসসহ প্রমুখ।

আ.হ.র/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর