প্রকাশিত:
১৩ ডিসেম্বার ২০২৫, ১৭:১৯
'নামাজও পড়বেন বিএনপিও করবেন, হজ্বও করবেন বিএনপিও করবেন, এটা হবে না'। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানকে এমন কথা বলতে শোনা গেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিও ভাইরালের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া এক মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শুনা যায়, "নামাজও পড়বেন বিএনপিও করবেন, নামাজও পড়বেন হজ্বও করবেন, হজ্বও করবেন বিএনপি করবেন। আল্লাহ কি বলছে? তোমরা কিছু মানব্যা আর কিছু মানব্যা না এটা হবে না। কি কথা ঠিক আছে না..? আল্লাহ বলছেন দুনিয়াতে দুইটা দল থাকবে। একটা ঈমানদারের দল, আরেকটা দল হচ্ছে ইসলাম বাদ দিয়ে যারা বিএনপি, আওয়ামী লীগ বা অন্য দল করবে। এটা হবে না। আজকে ফতোয়া দেন ইসলাম, কোরআনে রাজনীতি নাই। কোথায়...? রাসুল (সা:) মসজিদের ইমামতি করেছেন। রাসুল (সা:) রাষ্ট্র নায়ক ছিলেন। রাসুল (সা:) যুদ্ধ ময়দানের প্রধান সেনাপতি ছিল। কি ছিল না? আপনারা এই কথা গুলো বলেন...। মনে করেছিলাম। ১৮টি বছর আমাদেরকে কোন সময় থাকতে হয়েছে জেল খানায়, কোন সময় বাড়িতে, কোন সময় বিপ্লব করতে হয়েছে। আমাদের পাঁচজন নেতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। ছয়জন নেতাকে সাঈদী সাহেবসহ জেল খানায় পয়জন দিয়ে হত্যা করেছে"
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হলেন রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. কেরামত আলী। শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের তার নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ১০ ডিসেম্বার বিকেলে দাইপুকুরিয়া ইউনিয়নের ০২ নং ওর্য়াডের দৌলতবাড়ি এলাকায় একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা লতিফুর রহমান এবং প্রধান অতিথির বক্তব্যের সময় তিনিএই কথা বলেন।
উক্ত নির্বাচনি সভায় আরোও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নায়েবে আমীর আব্দুল মান্নান, সেক্রেটারি বাবুল হক ও শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান তোজ্জামেলসহ প্রমুখ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: