[email protected] ঢাকা | শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

স্কুল লেভেলে কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে : তারেক রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ ডিসেম্বার ২০২৫, ১৯:৪০

ছবি: সংগ্রহীত
একজন শিশুকে ছোট বয়স থেকেই স্বতন্ত্রভাবে গড়ে তুলতে স্কুল লেভেল থেকেই কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে  রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
 
তারেক রহমান বলেন, ‘আমরা পরিকল্পনা নিয়েছি জেলা ও বিভাগ পর্যায়ে টেকনিক্যাল ইনস্টিটিউশন চালু করার। এই প্রতিষ্ঠানগুলোতে ভাষা শিক্ষা দেওয়া হবে।
 
স্কুল লেভেলে কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে, বাচ্চারা নিজস্ব পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেবে কোনটি শিখবে। ইংরেজির সঙ্গে আরো একটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে, যাতে ভবিষ্যতে বিদেশে গেলে সে যেকোনো কাজে সক্ষম হতে পারে।’
 
তিনি আরো বলেন, ‘ভোকেশনাল শিক্ষার কিছু বিষয়ও বাধ্যতামূলক করা হবে। এভাবে একজন শিশুকে ছোট বয়স থেকে স্বাধীন ও সক্ষম করে গড়ে তোলা হবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর