[email protected] ঢাকা | শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

জামায়াত ধর্মকে ব্যবহার করে না; ধর্ম কাজের অংশ: জামায়াত আমীর

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ ডিসেম্বার ২০২৫, ১৮:৩৬

ছবি: সংগ্রহীত
জামায়াত ক্ষমতায় গেলে  দেশের স্বার্থে জাতীয় সরকার গঠন করবে বলে আবারও জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে। দেশ ক্ষতির মুখে পড়ুক, এটা জামায়াত চায় না। 
 
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন- পিআর ব্যবস্থা চালু, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতি সচল করার পদক্ষেপ নেওয়া হবে।
 
তিনি বলেন, জামায়াত ধর্মকে ব্যবহার করে না; ধর্ম  কাজের অংশ। বরং নির্বাচনের আগে যারা টুপি পরে, তসবিহ হাতে ছবি তুলতে ব্যস্ত থাকে—তারাই ধর্মকে ব্যবহার করে।
 
জামায়াতের আমীর দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে, কেউ দুর্নীতি করবে না, করতেও দেওয়া হবে না। সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে।
 
তিনি আরও বলেন, জামায়াত দলের স্বার্থে নয়, জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনীতি করে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর