[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২
thecitybank.com

বিএনপির সঙ্গে জোট এখনো চূড়ান্ত নয় : রাশেদ খাঁন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৮ ডিসেম্বার ২০২৫, ২০:৪৭

ছবি: সংগ্রহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে আলোচনা করব।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, বিএনপির ৩১ দফার সঙ্গে গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলো একমত হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা বিএনপির সঙ্গে একসঙ্গে লড়াই করেছি। তাই নির্বাচনে জোট গঠনের বিষয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপির মধ্যে আগেও আলোচনা হয়েছে। আমি আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ-২ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, প্রচার চালাচ্ছি। মাঠ পর্যায়ে বিভিন্নভাবে জরিপ করে দেখছি গণঅধিকার পরিষদের জনপ্রিয়তা কতটা বেড়েছে। আমরা ভোটের মাঠের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করছি।

ধানের শীষের প্রার্থীকে ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজ’ বললেন বিএনপির ৫ নেতা
বিএনপির সঙ্গে নির্বাচনী জোট হলে কী করা হবে সেই প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, বিএনপির সঙ্গে যদি গণঅধিকার পরিষদের জোট হয়, তাহলে জোটের প্রার্থীদের বিষয়ে বিএনপি তাদের সিদ্ধান্ত নেবে। বিএনপির কর্মী-সমর্থকেরা কীভাবে জোটের প্রার্থীকে সহায়তা করবে, তা বিএনপিই পর্যবেক্ষণ করবে। তারেক রহমান কাউকে জোটপ্রার্থী ঘোষণা করলে বিএনপির কোনো নেতাকর্মী তা বিরোধিতা করবে বলে তিনি মনে করেন না। কারণ, তার নিজ এলাকার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর