[email protected] ঢাকা | শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

অধ্যাপক গোলাম পরওয়ার।

জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩০ নভেম্বার ২০২৫, ১৮:১০

ছবি: সংগ্রহীত
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। রোববার (৩০ নভেম্বর) রাজশাহী মাদরাসা ময়দানে ৮ দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
 
গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং নির্বাচন সুষ্ঠু হওয়া কঠিন হয়ে পড়বে। কাজেই সরকারকে বলব আগে গণভোটের তারিখ নির্ধারণ করুন।
 
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে উত্তরাঞ্চলের ত্যাগ ও ভূমিকার ওপর ভিত্তি করে ‘নতুন বাংলাদেশ’-গড়ার প্রয়াসে ৮ দলীয় জোট অভিন্ন ৫ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, যা সারা দেশে নতুন জাগরণ সৃষ্টি করেছে।
 
তিনি অভিযোগ করে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তির পরামর্শে একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারের গেজেট কোনো ওহীর বাণী নয়—প্রয়োজনে তা সংশোধন করে প্রথমে গণভোট, পরে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে’। জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলোর বিস্তারিত প্রকাশ না করাকে তিনি জনগণের জানার অধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেন।
 
নির্বাচনের আগে এখনো প্রশাসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সভা-সমাবেশে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, ‘এ অবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আদালতপাড়ায় প্রকাশ্যে খুনের সাম্প্রতিক ঘটনা দেশের আইন-শৃঙ্খলার নাজুক অবস্থা স্পষ্ট করে। যে দেশে আদালতের সামনে হত্যা হয়, সে দেশে নির্বাচনের দিন ভোট ডাকাতি বা হামলা হবে না—তার নিশ্চয়তা নেই।’
 
গোলাম পরওয়ার জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এতে দুর্নীতি, সন্ত্রাস ও ভিন্নমত দমনের রাজনীতির পরিবর্তনের পথ সুগম হবে।
 
সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ ৮ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তব্যে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনের বিষয়টি বারবার উঠে আসে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর