[email protected] ঢাকা | শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

গুলশানে ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসরাম আরমগীর।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন, এখন বিদেশে নেয়ার মতো অবস্থা নেই: মির্জা ফখরুল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ নভেম্বার ২০২৫, ১৮:৪৪

ছবি: সংগ্রহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নেত্রী বর্তমানে হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন। শনিবার (২৯ নভম্বের) গুলশানে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসরাম আরমগীর এসব কথা বলেন।
 
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড সভা করে মতামত নিয়েছেন। হয়তো বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু এখনই নেয়ার মতো অবস্থা নেই।
 
তিনি আরও বলেন, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেয়ার সিদ্ধান্ত হতে পারে।
 
বিএনপি মহাসচিব বলেন, দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তিনি নেত্রীর রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার নিয়মিত আপডেট দেয়া হবে বলে জানান মির্জা ফখরুল ইসরাম। এসময় তিনি দলের নেতাকর্মী থেকে শুরু করে সকল মানুষদের হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানান।
 
তারেক রহমানের দেশের ফেরা বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই কথা বলেছেন, তার ফেরার ব্যাখ্যা তার ফেসবুক পোস্ট রয়েছে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর