[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২
thecitybank.com

খালেদা জিয়া হাসপাতালে ‘নিবিড় পর্যবেক্ষণে’, এখন যেমন আছেন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৫, ১৯:১২

ছবি: সংগ্রহীত
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সম্প্রতি তাকে আবারও হাসপাতালে নেওয়ার পর দলটির ভেতরে–বাইরে উদ্বেগ তৈরি হলেও সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, আজ (মঙ্গলবার) তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে কিংবা অন্তত স্থিতিশীল রয়েছে।
 
ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি জানায়, খালেদা জিয়াকে বর্তমানে হাসপাতালে কেবিনে ‘নিবিড় পর্যবেক্ষণে’ রাখা হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তিনি নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে, যার চিকিৎসা চলছে।
 
বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে দলের বিভিন্ন ইউনিট দোয়া মাহফিল ও মিলাদ আয়োজন করছে। দলের মিডিয়া সেলের পক্ষ থেকেও সামাজিক মাধ্যমে লেখা হয়েছে, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়ার অনুরোধ জানিয়েছেন।’
 
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে। এ দলে কার্ডিওলজিস্ট হিসেবে যুক্ত আছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
 
চিকিৎসক ও বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার হার্টে থাকা স্টেন্ট ও পেসমেকারের কারণে বিশেষ কিছু পরীক্ষা চলছে। পাশাপাশি কিডনির আগের সমস্যা মাথায় রেখে প্রয়োজনীয় মূল্যায়ন করছেন চিকিৎসকরা। আলট্রাসনোগ্রাম, এক্স-রে, রক্ত পরীক্ষা, কফ পরীক্ষা–সহ নিয়মিত প্রয়োজনীয় সব টেস্টই সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর