[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২
thecitybank.com

‘‘পূজা শয়তানের ইবাদত” বিএনপি নেতা হারুনের বক্তব্যের তীব্র নিন্দা হিন্দু সম্প্রদায়ের নেতাদের

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৫, ১৭:১৮

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন সম্প্রতি এক সমাবেশে হিন্দুদের পূজাকে “শয়তানের ইবাদত বলে অভিহিত করেছেন—এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারন সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার ঘোষ ও সাধারন সম্পাদক ড. তাপস চন্দ্র পাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তীব্র নিন্দা জানানো হয়।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে তীব্র নিন্দা জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডাবলু কুমার ঘোষ। 

যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, এই বক্তব্য সারাদেশে সনাতন হিন্দু সম্প্রদায়কে গভীরভাবে মর্মাহত, ব্যাথিত ও ক্ষুদ্ধ করেছে। নেতৃবৃন্দ এই বক্তব্যকে ধর্ম অবমাননা বলে মনে করে।

যৌথ বিবৃতিতে আরোও জানানো হয়, নেতৃবৃন্দ ক্ষোভের সাথে আরোও লক্ষ্য করছে যে, এই ব্যাক্তি আগামী নির্বাচনে একটি প্রধান দলের মনোনয়ন পেয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ও মহানগর সার্বজনীন পূজা কমিটি অবিলম্বে তার মনোনয়ন বাতিল, দল থেকে বহিস্কার কারা জন্য সংশ্লিষ্ট দলের নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছেন। অন্যদিকে ধর্ম অবমাননার অভিযোগে দ্রুত কঠোর ব্যাবস্থা নেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, তিনি গোটা হিন্দু সম্প্রাদয়কে নিয়ে কথা বলেছেন। বিষয়টি জাতীয় নেতৃবৃন্দ দেখছেন।

বিএনপির নেতা হারুনুর রশিদ বলেন, আমার পুরো বক্তব্যের খন্ডিত অংশ প্রকাশ করা হয়েছে। তাই এই নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি  চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিশাল গণসমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে হারুনুর রশিদ বলেছিলেন, ‘‘জামায়াতের আলেমগন বিভিন্ন জায়াগায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তাদের প্রতি আমাদের বিশেষ আহবান এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনাদেরকে আরোও সর্তক হওয়া দরকার। কারন আপনারা এখন মন্দিরেও যাচ্ছেন আবার মসজিদেও যাচ্ছেন। মন্দিরে গিয়ে বলছেন পূজা ও রোজা মুদ্রার এপিট আর ওপিঠ। মনে রাখতে হবে পূজা হচ্ছে শয়তানের ইবাদত। আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত।” এরপর বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ও সনাতন ধম্বালম্বীদের তোপের মুখে পড়েন বিএনপির এই নেতা।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর