বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দাঁড়িপাল্লা ঠেকানোর জন্য বস্তা ভরা কালো টাকার খেলা চলছে। খবর পাচ্ছি একজন প্রার্থী ১০০ কোটি টাকা দিয়ে নমিনেশন এনেছে। জিতে যাওয়ার পর তিনি ১ হাজার কোটি টাকা উঠাবেন। টাকা দিয়ে ভোট না কিনে মসজিদ-মাদ্রাসায় দান করতে বলেন জামায়াতে ইসলামীর এই নেতা।
খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচন স্বচ্ছ করার জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। এবার যদি ১৪-১৮-২৪ এর মতো নির্বাচন হয় তাহলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। এর জন্য যারা দায়ী থাকবে তারা স্বৈরাচার যেভাবে ভারতে পালিয়েছে সেভাবে পালানোর সুযোগ পাবে না।
খুলনার জিরো পয়েন্টে হরিণটানা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ভোটার সমাবেশে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
শনিবার (১৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন থানা কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল গফুর। ভোটার সমাবেশ শেষে জিরো পয়েন্ট থেকে মোটর শোভাযাত্রা বের হয়।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: