[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২
thecitybank.com

কানসাটে জামায়াতের ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৫, ২২:১৯

ছাত্র ও যুব সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াত নেতা কেরামত আলী। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজার বালিকা উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কানসাট ইউনিয়ন শাখার আয়োজনে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর আমির ও শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান এবং চাঁপাইনবাবগঞ্জ-০১ শিবগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা ডক্টর কেরামত আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও চেয়ারম্যান ৬ নং কানসাট ইউনিয়ন পরিষদ, অধ্যাপক সেফাউল মূলক সহ কানসাট ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্র ও যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, কর্মি ও সমর্থকবৃন্দ।

ছাত্র ও যুব সমাবেশেটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কানসাট ইউনিয়ন আমির জনাব মোহাঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করা হয়।

স.জ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর