প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৫, ১৯:০৮
জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ আসর বড় ইন্দারা মোড় থেকে শুরু হওয়া এ মিছিলে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
মিছিলটি বড় ইন্দারা মোড় থেকে যাত্রা করে বাতেন খাঁ মোড় হয়ে শান্তি মোড়ে পৌঁছে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শান্তি মোড়ে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করা এবং জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
মিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী। তিনি তার বক্তব্যে পাঁচ দফা দাবির তাৎপর্য তুলে ধরে বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে সামনে রেখে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা জরুরি। তিনি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ বিভিন্ন ইউনিটের আমীর, শুরা সদস্য ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবি-সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: