[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২
thecitybank.com

জরুরি সভা ডেকেছে এনসিপি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৫, ২০:৩২

ছবি: সংগ্রহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জারি করা ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ ও প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে জরুরি সভা ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের এ জরুরি সভা শুরু হওয়ার কথা। সভায় দলের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি সংস্কার বিষয়ে যেসব নেতা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তারাও অংশ নেবেন।
 
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণমাধ্যমে বলেন, ‘আমরা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি পর্যালোচনা করছি। এই আদেশ কেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জারি করতে পারবেন না, আমরা সেটি জানতে চাইব। প্রধান উপদেষ্টার ভাষণ ও আদেশসহ সার্বিক বিষয়ে এনসিপির বক্তব্য জরুরি সভার পর জানানো হবে।’
 
আরও পড়ুন: বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ ২০২৫- এর চূড়ান্ত খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন 
 
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জরুরি সভার পর প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে এনসিপির অবস্থান জানানো হবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর