প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৫, ২০:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন সংগ্রহ করছেন নাজমুল হুদা খান রুবেল। তিনি চাঁপাইবনবাগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ন আহবায়কের দায়িত্বে আছেন। এছাড়া তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়কের দায়িত্বও পালন করছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
নাজমুল হুদা রহনপুর ইউসুফ আলী কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়া তিনি দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এনসিপি নেতা নাজমুল হুদা খান রুবেল জানান, বিগত আমলে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের তেমন কোন উন্নতি হয়নি। সারাদেশের গতানুগতিক ধারার যে উন্নয়ন সেটিই হয়েছে। তাই আমি সুযোগ পেলে পিছিয়ে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন করতে চাই। রহনপুর রেলবন্দরের কাঠামোগত উন্নয়ন করতে চাই এবং এই স্টেশন থেকে আন্তনগর ট্রেন চালুর ব্যাবস্থা করবো। এছাড়া বাইপাস সংযোগ সড়কসহ আরোও অনেক পরিকল্পনা আছে।
এসময় এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়ক ইমরান ইমন ও ডাকসুর শামসুনাহার হলের ভিপি কানিজ কুররাতুল আইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহিন আলম/আ.আ
মন্তব্য করুন: