[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২
thecitybank.com

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই মঙ্গল: মির্জা ফখরুল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৫, ২০:১৬

ছবি: সংগ্রহীত
যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই মঙ্গল, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
 
পিআর এখনও জানগণের কাছে বোধগম্য নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব এটা আমাদের দেশের সাধারণ মানুষ কিছুই বুঝে না।
 
তিনি বলেন, পাকিস্তানের সময় থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার সুযোগ করে দিয়েছেন গণতন্ত্রকে। এই প্রচেষ্টা ধরে রাখবে বিএনপি।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর