[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২
thecitybank.com

রুহুল কবীর রিজভী

নির্বাচন বিলম্ব হওয়ায় পতিত ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাওয়া যাচ্ছে : রিজভী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ নভেম্বার ২০২৫, ১৯:৩৩

ছবি: সংগ্রহীত
নির্বাচন বিলম্ব হওয়ার কারণে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
 
আজ বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘জিয়াউর রহমান আর্কাইভ’-এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
রুহুল কবীর রিজভী বলেন, ‘এটি (নির্বাচন) বিলম্ব করার কোনো কারণ নেই। এবং এই কারণের জন্য আজকে আমরা দেখছি যে ওত পেতে থাকা স্বৈরাচার পতিত ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি, আমরা তাদের গলার আওয়াজ পাচ্ছি অডিও ভিডিও বিভিন্ন মাধ্যমে এবং সেটা আরো তীব্র আরো হিংস্র কায়দায় বলা হচ্ছে লকডাউন।
 
পার্শ্ববর্তী দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে, টাকার তো অভাব নাই তাদের বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা, টাকার তো অভাব নাই; সব টাকা তো আর পাচার হয় নাই, ভেতরে আছে সেই টাকা দিয়ে বোমা বানানো, গাড়িতে আগুন দিচ্ছে।’
 
তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে এত বিবাদ-বিসংবাদ হওয়ার কথা নয়। বলছে এটি আইনি প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে হবে। কিন্তু শেখ হাসিনার আমলে যে বেআইনি কর্মকাণ্ড হয়েছে, তখনকার এই আইন বিশেষজ্ঞরা কোথায় ছিলেন? বিদ্যুৎ খাতে লুটপাটের জন্য দায়মুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার আইন—এসব কালো আইন পাসের সময় তারা তীব্র প্রতিবাদ করেননি।
তিনি বলেন, ‘একজন রাজনৈতিক দলের নেতা বলেছেন, গণভোট না হলে ২০২৯ সালে নির্বাচন হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে জনগণ ১৫-১৬ বছর ধরে বঞ্চিত। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন না। এই বেদনাকে আপনারা পিআর বলে উপহাস করছেন।
 
অথচ পিআরে তো কোনো প্রার্থী থাকবে না, সেটা নিয়েও আপনারা কিছুদিন হইচই করলেন। বললেন এর আইনি ভিত্তি দিতে হবে। তাহলে আসল কাজটা করবেন কবে?’
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর