[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে বিশাল কর্মিসভা অনুষ্ঠিত।

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ নভেম্বার ২০২৫, ০০:০১

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির মনোনয়ন বঞ্চিত নেতারা ও স্থানীয় নেতাকর্মীরা। গত ৩ নভেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমিনুল ইসলামের নাম ঘোষণার পর থেকেই ১৩ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে অসন্তোষ দেখা দেয়।
 
​এরই ধারাবাহিকতায়, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নাচোল জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
​ বিক্ষোভে ১৩ মনোনয়ন প্রত্যাশীর ক্ষোভ উপজেলা বিএনপির সভাপতি ও এই আসনে মনোনয়ন প্রত্যাশী মাসউদা আফরোজ হক সুচির পিতা এম. মজিদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের একাংশের সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ এমদাদুল হক মাসুদ এবং মাসউদা আফরোজ হক সুচি।
 
​বক্তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের মনোনয়ন দলের তৃণমূল নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁর পরিবর্তে অন্য কোনো মনোনয়ন প্রত্যাশীকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি জোর আহ্বান জানান। সমাবেশে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যা এই বিক্ষোভের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
 
​স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এমন প্রতিবাদ সমাবেশ দলটির অভ্যন্তরে বিভেদ ও অসন্তোষকে স্পষ্ট করে তুলছে, যা এই গুরুত্বপূর্ণ আসনে দলীয় ঐক্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দাবি মানা না হয়, তাহলে তারা পরবর্তী কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
 
সুমন/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর