[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২
thecitybank.com

গ্রাম-শহর, অলিগলি—জিতবে এবার শাপলা কলি : সারজিস

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৫, ২০:৫২

ছবি: সংগ্রহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
 
আজ রবিবার (২ নভেম্বর) নিজের ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি লিখেছেন, ‘গ্রাম- শহর, অলিগলি—জিতবে এবার শাপলা কলি।’ তার করা পোস্টটি এরই মধ্যে হু হু করে ভাইরাল হয়েছে।
 
সারজিস আলমের করা পোস্টের নিচে অনেকেই নানা রকম কমেন্ট করেছেন।
 
মোহাম্মদ ফরহাদ মোল্যা নামের একজন লেখেন, শাপলার কলি কলিই থাকবে, জীবনে আর শাপলা ফুল ফুটবে না। এটা বাস্তব মেলায় নিয়েন।
 
গিয়াস উদ্দিন মাক্কি নামের আরেকজন লেখেন, জেনে যাক অলিগলি— জিতবে এবার আনার কলি। 
 
নুর আহমেদ লেখেন, এবার শাপলা কলিতে আলোয় আলোকিত হবে বাংলাদেশ
 
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা শাপলা কলি নেব।
 
আগামী নির্বাচনে ধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা আজ ইসিতে দরখাস্ত দিয়েছি। এখানে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি অপশন রাখা হয়েছে।’
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর