[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২
thecitybank.com

মির্জা ফখরুলের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ

নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারে আস্থা বিএনপির

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৫, ১৯:৪২

ছবি: সংগ্রহীত
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আস্থা আছে বলে ব্রিটিশ কূটনীতিকদের জানিয়েছে বিএনপি। 
 
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে কোনো নির্বাচনই প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই, কুটনীতিকদের সাথে আলাপকালে এ বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।
 
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক। একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্তে অনড় বিএনপি।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর