[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২
thecitybank.com

দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার নির্দেশ তারেক রহমানের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৫, ১৬:৩৮

ছবি: সংগ্রহীত
আসছে নির্বাচনে কারা পাবেন শহীদ জিয়ার ধানের শীষ? নির্বাচন সামনে রেখে এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
দল যাকে মনোনীত করবে তার পক্ষেই নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সোমবার ৫ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে সবাইকে এক পরিবার হিসাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন তিনি। সভা শেষে মনোনয়ন প্রত্যাশীরাও বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই প্রচারণায় অংশ নেবেন সবাই। 
 
সোমবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এই সভায়  অংশ নেন বরিশাল রাজশাহী সিলেট খুলনা ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা ।
 
মনোনয়ন প্রত্যাশীদের সাথে কর্মী সমর্থক না আনার নির্দেশনা থাকলেও দুপুর থেকে ভীড় জমে গুলশান কার্যালয়ের সামনে। দল যাকে মনোনীত করবে তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে এমনটাই নির্দেশনা তারেক রহমানের।
 
নেতারা বলছেন কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারে বিএনপি।  যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাঁদেরকেও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এমনটাই প্রত্যাশা সভায় অংশ নেয়াদের।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর