[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২
thecitybank.com

প্রাথমিকে নৈতিকতাবিহীন শিক্ষা প্রসারের অভিযোগ পরওয়ারের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৫, ১৮:১৯

ছবি: সংগ্রহীত
প্রাথমিকে নৈতিকতা ও মূল্যবোধ বিবর্জিত শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
 
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
 
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, পশ্চিমা আধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রাথমিকে নৈতিকতা ও মূল্যবোধ বিবর্জিত শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে।
 
জামায়াতের এ নেতা প্রত্যাশা করেন, প্রাথমিক শিক্ষাকে নৈতিকতাবিরোধী অবস্থান থেকে ফিরিয়ে আনতে বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ পদক্ষেপ নেবে।
 
সেমিনারে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক বলেন, ভবিষ্যতে যারাই বাংলাদেশের ক্ষমতায় যাবে, তাদেরকে ইসলামপন্থিদের সঙ্গে নিয়েই দেশ পরিচালনা করতে হবে। প্রাথমিক শিক্ষায় ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখতে সামনে বৃহত্তর কর্মসূচিও আসতে পারে।
 
আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেন, বিগত দিনে যারা সরকার পরিচালনা করেছে, তারা ইসলামি মূল্যবোধ বিবর্জিত জাতি গঠনের প্রক্রিয়া চালিয়েছে।
 
সৈয়দ মো. রেজাউল করীম আরও বলেন, বিএনপি ঐকমত্য কমিশনে দেয়া নোট অব ডিসেন্ট প্রত্যাহার করলে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার ঐক্য দৃঢ় হবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর