বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত বেসরকারি সংস্থা নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এনআইএমডি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পরিচালিত একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। যার মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা ও শক্তিশালী করা। বিশেষ করে বহুদলীয় রাজনীতি উন্নয়নে সহায়তা করা।
বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার (এনআইএমডি) তাইউহ নেঙ্গে, হেড অব পজিশনিং মিসেস হেলিন শ্রোয়েন, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার এএইচইএডি বাংলাদেশ মোহাম্মদ সাহিল অংশ নেন।
বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক সহায়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: