[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির কাছে জনগণের প্রতি দায়বদ্ধতা সবচেয়ে বড় বিষয়: খসরু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৫, ১৫:৪৮

ছবি: সংগ্রহীত
 জনগণের প্রতি দায়বদ্ধতা বিএনপির কাছে সবচেয়ে বড় বিষয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
 
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোকে  দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে হবে। জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাস করানো যাবে।
 
সরকারকে সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শ দিয়ে আমীর খসরু বলেন, সরকারের ভেতরে থাকা বিতর্কিত সবাইকে সরিয়ে দিতে হবে।
 
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অভ্যন্তরীণ কোনো কার্যক্রমে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। কারো কোনো কথায় নয়, ভূরাজনৈতিক কৌশল কী হবে তা দেশের জনগণ নির্ধারণ করবে।
 
নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেয়া যাবে না বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর