[email protected] ঢাকা | বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

নাচোলের কসবা ইউনিয়নে বিএনপি নেতা আশরাফের লিফলেট বিতরণ

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
২১ অক্টোবার ২০২৫, ১৯:৩১

নাচোলের কসবা ইউনিয়নে বিএনপি নেতা আশরাফের লিফলেট বিতরণ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে কসবা ইউনিয়নের সোনাইচন্ডী, কসবা, মেলাডাংগা, হাটখোলা বাজারসহ বিভিন্ন মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং এই সময় ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।

এই সময় বিএনপি নেতা আশরাফ হোসেন বলেন, দেশ সংস্কারের রূপকার দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র নিয়ে ভাবনা ও পরিকল্পনা প্রচারের লক্ষ্যে আজকে লিফলেট বিতরণ। যাতে আমাদের দলের প্রতি দেশের গণমানুষের আস্থা বৃদ্ধি পায় এবং বিএনপির ওপর দেশের জনগণ রায় দিতে উদ্বুদ্ধ হয়।

এই সময় আরোও উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান মাস্টার, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আখতারুল ইসলাম, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিবুর রহমানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সুমন খান/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর