বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে চলমান অগ্নিকাণ্ড ও বিশৃঙ্খলা আন্তর্জাতিকভাবে দেখানো দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্রের অংশ। তিনি আশ্বস্ত করেছেন, এই পরিস্থিতি ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করবে না।
সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। রিজভী আরও বলেন, সরকারকে অবশ্যই এই ধরনের ঘটনা নিয়ে সতর্ক থাকতে হবে।
নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে মন্তব্য করে রিজভী বলেন, কমিশন এখন পর্যন্ত দৃঢ় অবস্থান দেখিয়েছে এবং আইন ও নীতির মধ্যে থাকা বিষয়গুলো যথাযথভাবে পরিচালনা করছে। তার মতে, সব মিলিয়ে কমিশনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন আয়োজন সম্ভব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রশাসনের ভেতরের দুর্নীতিবাজ বা অবৈধ কাজের সঙ্গে যুক্ত লোকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সম্প্রতি কুমিল্লার প্রত্যন্ত গ্রামে জাহাঙ্গীর আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে একটি গান পরিবেশন করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমানের নির্দেশে রিজভী সোমবার তার বাড়িতে যান। এর আগে তিনি চান্দিনায় জুলাই আন্দোলনের নিহত এক শহীদের কবর জিয়ারতও করেন।
চৌদ্দগ্রামে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি মো. কামরুল হুদাসহ অন্যান্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: