[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

অন্ধ গায়ক জাহাঙ্গীরের পাশে তারেক রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ অক্টোবার ২০২৫, ২১:০৮

ছবি: সংগ্রহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অন্ধ গায়ক জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ অক্টোবর) তারেক রহমানের নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলমুড়ি (খোশাল হাজী বাড়ি) এলাকায় জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অন্ধ গায়ক জাহাঙ্গীর আলমের সার্বিক খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
 
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তার সঙ্গে ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর