[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

বিপদে ফেলে পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না: মির্জা ফখরুল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ অক্টোবার ২০২৫, ১৯:৫৪

ছবি: সংগ্রহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে নেতা বিপদের সময় কর্মীদের ফেলে পালিয়ে যায়, এমন নেতা বিএনপি চায় না। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে থেকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবেন—এমন নেতাই প্রয়োজন।
 
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মতুয়া সম্প্রদায়ের সদস্যদের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
বাবু সোমনাথ দে, বাবু কপিল কৃষ্ণ মণ্ডল ও বাবু সমেন সাহার নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের প্রায় ৫০ জন সদস্য বিএনপিতে যোগ দেন। এ সময় তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দেন।
 
মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, সেটিকে ভাঙার চেষ্টা চলছে। সচেতনভাবে সেই অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আমরা শান্তিতে বসবাস করতে চাই।
 
মতুয়া সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সুখে-দুঃখে আমরা আপনাদের পাশে থাকব। আপনারা নিজেদের নিঃস্ব বা নির্বান্ধব ভাববেন না। আমরা সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকব।
 
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমি সরকারকে বলব—বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের—আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো হয়রানি চাই না।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার, বাবু রমেন বাবু প্রমুখ।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর