[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নির্বাচনকে বানচালের চেষ্টা হতে পারে: রিজভী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৯ অক্টোবার ২০২৫, ১৬:৪২

ছবি: সংগ্রহীত

কের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ফেব্রুয়ারিতে নির্বাচনকে নানাভাবে বানচালের করার একটি চেষ্টা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাকে একটি নাশকতার অংশ বলে মানুষ সন্দেহ করছে-এ কথা উল্লেখ করে রিজভী বলেন, ঢাকার মিরপুর, চট্টগ্রামে ইপিজেড হয়ে ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের ঘটনা মানুষের মনে সন্দেহ তৈরি করছে।

এটি পরিকল্পিত কিনা কিংবা এসব ঘটনার পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি

এদিকে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি তারা আরও আলোচনার মাধ্যমে এখানে স্বাক্ষর করবে-তাদের শুভবুদ্ধির উদয় হবে এমন আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, এই সনদ একটি ইতিহাস হয়ে থাকবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে নির্বাচনী মাঠে যাবেন। তবে কতটুকু যেতে পারবেন বা পারবেন কি না সে বিষয়ে তার চিকিৎসকরা বলতে পারবেন বলেও জানান রিজভী।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর