[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা: ফখরুল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ অক্টোবার ২০২৫, ১৫:৫৮

ছবি: সংগ্রহীত

জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ছোটখাটো দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করতে হবে।

তিনি বলেন, অপ্রত্যাশিতভাবে গতকাল সংসদ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে, তা গণতন্ত্রকে সাহায্য করবে না। সবার উচিত দায়িত্বশীল আচরণ করা।

আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ১

আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সব কিছুকে সংসদমুখী করতে হবে, তা না হলে গণতন্ত্র ফাংশন করবে না।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর