[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিতি, কারণ জানালেন আখতার হোসেন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ অক্টোবার ২০২৫, ১৫:২০

ছবি: সংগ্রহীত

বহুল আলোচিত ও প্রতীক্ষিত জুলাই সনদ অবশেষে স্বাক্ষরিত হলেও এতে যোগ দেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী এই দলটি শুধু স্বাক্ষর করেনি তাই নয়, বরং অনুষ্ঠানেও অনুপস্থিত ছিল। এই বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়নি। তাই আমরা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেইনি।”

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সম্বন্ধে এমন মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, “জুলাই যোদ্ধাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির সিনিয়র নেতারা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান তারা।

এর আগে শুক্রবার দলটির পক্ষ থেকে জানানো হয়, এনসিপি জুলাই সনদকে কেবল রাজনৈতিক সমঝোতা বা ফাঁকা প্রতিশ্রুতির দলিল হিসেবে দেখে না। এটি হতে হবে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা।

দলটির মতে, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা এতে সই করবে না। পূর্ণাঙ্গ বাস্তবায়ন আদেশ ও পদ্ধতির রূপরেখা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এনসিপি।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর