প্রকাশিত:
১৭ অক্টোবার ২০২৫, ১৯:২২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সামনে আমাদের অনেক কাজ। কেবল যাত্রা শুরু। সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে, যারা দু-একজন স্বাক্ষর করেন নাই, আশা করি তারাও সামনে স্বাক্ষর করবেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নতুন যাত্রা শুরু হবে। রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। রাষ্ট্রের কোনো অঙ্গ বা অন্য অঙ্গের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না। সাংবিধানিক সীমারেখার মধ্যে থেকে সাংবিধানিক ভারসাম্য রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে, ইনশাআল্লাহ। সে দিনের আশায় আমরা আছি। আমাদের অনেক কাজ, এগুলো কেবল যাত্রা শুরু।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: