প্রকাশিত:
১৭ অক্টোবার ২০২৫, ১৭:৪৫
তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ষষ্ঠ দিনে পৌঁছেছে। আজ থেকে আমরণ অনশনে বসেছেন তারা। শিক্ষকদের এই কর্মসূচিতে মেডিকেল সহায়তা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৭ অক্টোবর) এনসিপির যুগ্ম সদস্যসচিব (শিক্ষা ও গবেষণা) ফয়সাল মাহমুদ শান্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে অনশনরত শিক্ষকদের চিকিৎসা সহায়তা দিতে এগিয়ে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের স্বাস্থ্য উইংয়ের উদ্যোগে একটি সার্বক্ষণিক মেডিকেল টিম অনশনস্থলে শিক্ষকদের পাশে থাকবে।
মেডিকেল টিমের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির স্বাস্থ্য উইংয়ের প্রধান ডা. মো. আব্দুল আহাদ।
মেডিকেল টিমে আরও যারা রয়েছেন
১. ডা. ইউসুফ জামিল তিহান, সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি (+৮৮০ ১৭১২-৭১৪১৬৮)
২. ডা. হুমায়ুন কবির সরকার হিমু, সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি (+৮৮০ ১৭৬০-১২৫১৩৫)
৩. ডা. মো. আব্দুস সালাম, সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি (+৮৮০ ১৫৭১-৪২১০৩৫)
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষকদের চলমান আন্দোলনের সময় মেডিকেল টিম সার্বক্ষণিক মাঠে থাকবে এবং প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেবে।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: