[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

জুলাই সনদে দলগুলো সই না করলে দেশের আকাশ কালোমেঘে ছেয়ে যাবে: রিজভী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ অক্টোবার ২০২৫, ১৮:১০

ছবি: সংগ্রহীত

রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের আকাশ কালোমেঘে ছেয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীচরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এমন মন্তব্য করেন তিনি।

সন্তানের চিকিৎসার জন্য বাবার কিডনি বিক্রি করে দেয়ার ঘটনায় ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্থিক সহায়তা প্রদান শেষে রিজভী বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের আকাশ কালোমেঘে ছেয়ে যাবে। এ সময় গণভোট নিয়ে অহেতুক বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে। এ সময় গণতন্ত্র বিনাশীদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিলে জনগণ তা ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর