[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে আক্ষেপ মির্জা ফখরুলের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ অক্টোবার ২০২৫, ১৭:৩১

ছবি: সংগ্রহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কোনো একটা ভুল নিউজ এলো, সেটাকে কাউন্টার করে যে তারা একটা কমেন্ট লিখবে, সেই কমেন্টে তারা লেখে না। অথবা একটা ভালো লেখা গেল, লাইক দেবে তা-ও দেয় না।’

​বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠের ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধনের সময় আক্ষেপ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

সোশ্যাল মিডিয়ায় দলের তরুণ কর্মীদের নিষ্ক্রিয়তায় হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেদের মধ্যে আমি একটা জিনিস লক্ষ করেছি, তারা মোবাইল চালায়, সব সময় চালাচ্ছে, কিন্তু কোনো রিঅ্যাক্ট করে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এবারের রাজনীতি এবং নির্বাচন হলো সাইবার ওয়ার্ল্ডের নির্বাচন।’ এ ক্ষেত্রে দলের তরুণ প্রজন্মকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

৫ আগস্টের ছাত্র আন্দোলনের সাফল্যের উদাহরণ টেনে আনেন বিএনপি মহাসচিব।

তার মতে, ছাত্রদের জয়লাভের প্রধান কারণ ছিল সোশ্যাল মিডিয়ার যুদ্ধটা। তিনি বলেন, এটাকে মনে করে ওই জায়গা থেকে আমাদের কাজ করতে হবে।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর