[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ অক্টোবার ২০২৫, ১৬:৫৪

ছবি: সংগ্রহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখানে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রাণোৎসারিত শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভকামনা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, গত কয়েক বছর ধরে শিক্ষাঙ্গনে অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিলোপের অপচেষ্টাসহ নানাভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। জাতিবিনাশী নতুন শিক্ষাক্রমের মাধ্যমে গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। তরুণ প্রজন্মকে অব্যাহতভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চা রহিত করা হয়েছে।

এই জাতিবিনাশী প্রক্রিয়ার বিরুদ্ধে তরুণ প্রজন্মের পক্ষে ধারাবাহিক রক্তস্নাত সংগ্রাম করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজকের তরুণেরাই দেশের ভবিষ্যৎ।

এতে আরো বলা হয়, আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরাই আগামীদিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, মবের সংস্কৃতির বদলে দেশকে স্থিতিশীল অগ্রগামিতার পথে নিয়ে যেতে নেতৃত্বদান করবে, স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে রুখে দিবে, তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হবে, এটাই আজকের দিনে গণমানুষের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর