[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিভাজন না করে দেশ বাচাঁনোর আহ্বান মির্জা ফখরুলের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৫ অক্টোবার ২০২৫, ১৫:০৮

ছবি: সংগ্রহীত

বিভিন্ন দাবি-দাওয়া তুলে বিভাজন না করে দেশ বাচাঁনোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গড়েয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

পিআর পদ্ধতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি এখনও সাধারণ মানুষ বোঝে না। যে পদ্ধতি মানুষ বোঝেনা সে পদ্ধতি দিয়ে কীভাবে প্রতিনিধি নির্বাচন করবে। তাই পিআরের দাবি আগে না তুলে আগে নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে বাঁচুক।

তিনি বলেন, সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক, পরে পিআরের সিদ্ধান্ত নেয়া যাবে। জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এসব দাবি দাওয়ার উদ্দেশ্য ভালো নয়। সঠিক সিদ্ধান্ত নিন।

মতবিনিময়ে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি। পৌর বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর