[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

৫ দফা দাবিতে রাজধানীতে জামায়াতের ২০ কিমি দীর্ঘ মানববন্ধন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৪ অক্টোবার ২০২৫, ১৬:৪৪

ছবি: সংগ্রহীত

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ গণমানুষের ৫ দফা দাবি আদায়ে রাজধানীতে ২০ কিলোমিটার (কিমি) সড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) যাত্রাবাড়ী থেকে গাবতলী আমিনবাজার পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণমানুষের ৫ দফা দাবি মেনে না নিলে কোনো কোনো উপদেষ্টা যদি একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেন, তাহলে তাঁদের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ৫ দফা হলো— জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ডা. তাহের বলেন, এই ৫ দফা গণমানুষের মুক্তির দাবি। এগুলো বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, হাজার হাজার মানুষ সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করার পরও যদি সরকারের কানে না যায়, তবে সরকার যে ভাষা বুঝতে চায়, জনগণ সে ভাষাতেই দাবি আদায় করবে। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, কিন্তু সরকার যদি রাজপথ উত্তাল দেখতে চায়, আমরা বাধ্য হব।

জামায়াতের এই নেতা বলেন, গণভোট জাতীয় নির্বাচনের টেস্ট ম্যাচ হতে পারে। যারা জুলাই সনদ মানতে চায় না, তারা ভয় পায়— গণভোটে জনগণের রায় তাঁদের বিরুদ্ধে যাবে। এজন্যই তারা নানা ষড়যন্ত্র করছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে। একই সঙ্গে প্রশাসনে দলীয়করণ বন্ধ করে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দাবিও জানান।

ডা. তাহের বলেন, যদি সরকার এসব দাবি না মানে, আমরা উপদেষ্টাদের তালিকা জাতির সামনে প্রকাশ করতে বাধ্য হব। প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ব্যক্তি—তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। তিনি চাইলে আমরা তালিকা দিতে প্রস্তুত।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম।

এ সময় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করতে চায়, তবে বুঝতে হবে তারা একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ বাধ্য হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে।

মানববন্ধনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সমমনা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর