[email protected] ঢাকা | শনিবার, ২৫শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২
thecitybank.com

ক্ষমতায় গেলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে: জামায়াত আমির

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ অক্টোবার ২০২৫, ১৬:৩০

ছবি: সংগ্রহীত

জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন ।

জামায়াত আমির বলেন, ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে।

ক্ষমতায় যেতে পারলে অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে একই সঙ্গে বিদেশিদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে এবং জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে।

আরও পড়ুন: জামায়াত আমিরের সঙ্গে ইতালিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে প্রতিহত করতে হবে।

ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর