[email protected] ঢাকা | শনিবার, ২৫শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২
thecitybank.com

সুন্দরপুরে জামায়াত নেতা বুলবুলের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১১ অক্টোবার ২০২৫, ১৫:২০

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে বাগচর উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী নির্বাচনে এই আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই পরিকল্পিত কাজ করতে হবে। জামায়াতে ইসলামীর প্রার্থী যেন বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে সেজন্য আপনারা আমাদের মা-বোনদের কাছে গিয়ে ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিবেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, ইউনিয়ন আমীর দেলওয়ার হোসাইন ও সুন্দরপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইখতেয়ার উদ্দিন শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দসহ প্রমুখ। 

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর