[email protected] ঢাকা | শনিবার, ২৫শে অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক ১৪৩২
thecitybank.com

অন্তরে সততার আলো থাকলে সেফ এক্সিটের দরকার পড়ে না: রিজভী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৫, ১৯:৪৪

ছবি: সংগ্রহীত

অন্তরে সততার আলো থাকলে সেফ এক্সিটের দরকার পড়ে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নীলফামারীতে এক দরিদ্র দম্পতিকে 'আমরা বিএনপি পরিবার' এর পক্ষ থেকে উপহার প্রদানকালে তিনি এ কথা বলেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া অন্তরের আলোতে চলেছেন, তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা ও অভিযোগ করা হয়েছে কিন্তু এদেশের মাটি, বায়ু, বাতাসের সঙ্গে তিনি থেকেছেন।

তিনি আরও বলেন, নীলফামারীতেই এক মন্ত্রীর নির্দেশে আমাদের চার-পাঁচজন নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। শুধুমাত্র তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনে অংশ নিয়েছিল বলেই তাদের মরদেহ পাওয়া গেছে রাস্তার ধারে, খালের পাশে কিংবা পুকুরের পাড়ে।

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে উদ্দেশ্যে করে রিজভী বলেন, আপনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হয়েও এমন অমানবিক কাজ করেছেন। আমাদের দলে বেবী নাজনীনও একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাকে কি কখনও এমন কাজ করতে দেখেছেন? আমাদের বর্ষীয়ান নেতারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েও আজও বিএনপির সঙ্গে আছেন এবং সক্রিয়ভাবে কাজ করছেন।

মানবিক এই কর্মসূচিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল-মামুন-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

এদিকে, একই অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুর (সাংগঠনিক) জেলায় শহিদ সাজ্জাদ হোসেন ও শহিদ নাঈম বাবু’র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক অনুদান দেয় ‘আমরা বিএনপি পরিবার’।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর