ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রি শহিদুল আলমকে নিরাপদে দেশে ফিরে আনতে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অবরুদ্ধ গাজায় ইসরাইলের নৌ-অবরোধ ভাঙতে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’র একটি নৌযান থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে আটক করে দখলদার বাহিনী।
বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে ‘কনশেন্স’ নামের নৌযান থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনার নিন্দা জানিয়ে তার দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য জরুরি পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।
দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
পোস্টে মির্জা ফখরুল ইরেজিতে লেখেন, শহীদুল আলমের মুক্তি চাই। তাকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়, সেই দাবি জানাচ্ছি।
ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, দেশটির নৌবাহিনী শহিদুল আলমকে বহনকারী নৌযান কনশেন্সসহ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে।
টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, তেল আবিব জানিয়েছে, গাজার সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করা নতুন একটি নৌবহরকে তারা থামিয়ে দিয়েছে।
গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার পক্ষ থেকেও জানানো হয়, তাদের জাহাজগুলো ইসরাইলি সামরিক বাহিনীর আক্রমণের শিকার হয়েছে এবং উপত্যকার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজ আটক করা হয়েছে।
এর আগে গাজার উদ্দেশে যাওয়া সুমুদ ফ্লোটিলার ৪০টির বেশি জাহাজ ও এগুলোর যাত্রীদের আটক করে ইসরাইল। তার কয়েক দিনের মাথায় নতুন নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ও আটকে দিলো দখলদার বাহিনী।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: