নির্বাচন বিলম্বকারীদের তৎপরতাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বলেছেন, জুলাই সনদ ও গণভোটের বিষয়ে আমরা সিম্পলের দিকে যাব। এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। যারা এটাকে জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন।
সোমবার (৭ অক্টোবর) রাজধানীতে এক আলোচনা সভায় এসব বলেন সালাহউদ্দিন আহমেদ।
জামায়াত আমির-গোয়েন লুইসের বৈঠকে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনা
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনটা চ্যালেঞ্জ না, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনার মধ্য দিয়ে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। যারা পিআর পিআর করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চায় সেগুলো হচ্ছে চ্যালেঞ্জ।
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বলেছি গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার সেটি কনস্টিটিউশনকে (সংবিধান) স্পর্শ করবে না। কারণ সংবিধান পরিবর্তন হলে, সংশোধন হলে যেসব আর্টিকেল পরিবর্তন হলে গণভোটের যে বাধ্যবাধকতা আছে সেগুলো নির্ধারিত আছে আর্টিকেল ১৪২ এ। কিন্তু সেই সংশোধনীটা যখন হবে তখন তার পরবর্তী বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য যাবে, সেই জায়গাতে আমরা এখনও আসি নাই।’
‘আমরা বলেছি, সংবিধানে অন্যান্য জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না- এমন কোনো বিধান নাই। সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধন নিয়ে এনে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে হবে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে। …এখানে ফলাফল একই। এর একটা সুবিধা আছে যে, একই আয়োজন, একই অর্থ ব্যয় এবং একই লজিস্টিক একবার করছে। তাতে সুবিধা পাওয়া যাবে। অসুবিধার মধ্যে হচ্ছে আরেকটা জাতীয় সংসদ নির্বাচনের মত বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে।’
‘দুই ব্যালেটে নির্বাচন প্রসঙ্গে’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনকে যাতে অসুবিধার মধ্যে না ফেলে, যাতে জনগণকে বিভ্রান্তির মধ্যে না ফেলে সেই জন্য নাকি দুইটা ব্যালেট দিলে একই দিনে অসুবিধা হবে…। এইটা কী রকম প্রশ্ন আমি বুঝলাম না। এখন তো আমরা তিনটা ব্যালটে অভ্যস্ত। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য, মহিলা মেম্বারের জন্য একটা, পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না। যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে… বাট দিচ্ছি তো। উপজেলা নির্বাচনের উপজেলা চেয়ারম্যানের জন্য একটা, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা, পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য একটা….আমরা দিচ্ছি।’
‘সিটি করপোরেশন মেয়রও এরকম দুই তিনটা ব্যালেট থাকে। সুতরাং আমাদের জনগণ প্রস্তুত। গণভোটের জন্য যে ব্যালেটটা হবে সেই ব্যালেটে আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে। এই যে লাল চিহ্নের মধ্যে টিক দিলে ‘না’, গ্রিন চিহ্নের মধ্যে টিক দিলে ‘হ্যাঁ’… এরকমও হতে পারে, খুব সিম্পল করা যায়। গণভোটের প্রশ্ন তো জনগণের সামনে উন্মুক্তই থাকবে যে, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, অঙ্গীকারাবদ্ধ হয়েছে তার পক্ষে আছে কি নাই… হ্যাঁ অথবা না। আমরা সিম্পলের দিকে যাব, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। যারা এটাকে জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন।’ বলেন সালাহউদ্দিন।
বিএনপির এই নেতা বলেন, জাতীয় জীবনে যেন আমরা একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ অবাধ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক স্থিতিশীল সরকার পেতে পারি, রাষ্ট্র পরিচালনার জন্য স্থিতিশীলতা আনতে পারি, সেজন্য আমরা সবাই দোয়া করতে পারি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যদি এই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যটা শক্তিশালী করি সমুন্নত রাখি এবং এই গণতান্ত্রিক শক্তিটাকে আমরা সম্মান করি। আমাদের মধ্যে বিতর্ক হবে। কিন্তু আমরা যদি এই গণতান্ত্রিক ঐক্যটা ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো উৎপাদন এবং উৎপত্তিই হবে না। আমি এটাকেই মূলত আমাদের চ্যালেঞ্জের প্রধান জায়গা মনে করি। সেটা সম্মিলিতভাবে সারা জাতি মোকাবেলা করবে। আশা করি আমরা সফল হব। আর সব রাজনৈতিক দলের কাছে একটা অনুরোধ যে, আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই ফ্যাসিস্ট গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসেবে তার বিচারিক ব্যবস্থা সেটা যেন আমরা তরান্বিত করার জন্য সবাই উদ্যোগী হই।’
সভায় আরও ছিলেন নাগরিক যুব ঐক্যের প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ। সঞ্চালক ছিলেন যুব ঐক্যের সমন্বয়কারী ফারুক হোসেন খান।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: