বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “রাজনৈতিক দল হিসেবে আমাদের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা আছে। ধরুন, আপনি লন্ডনে যাচ্ছেন। প্লেনে উঠলেন, আর পাইলট যদি বলেন—‘ভাই, আমার এখনো লাইসেন্স হয়নি, তবে আমি চেষ্টা করব আপনাকে লন্ডন পৌঁছে দিতে।’ আপনি কি সেই প্লেনে উঠবেন? নিশ্চয়ই না। আপনি অভিজ্ঞ পাইলটকেই বেছে নেবেন।”
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অভিজ্ঞ ড্রাইভারও রাস্তায় খানাখন্দ পেতে পারেন, গাড়ি একটু দুলতে পারে, ব্রেকও হঠাৎ পড়তে পারে—তবুও তিনি নিরাপদে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কারণ, তার অভিজ্ঞতা আছে।”
তারেক রহমানের মতে, বিএনপিরও সেই অভিজ্ঞতা রয়েছে—দেশ পরিচালনার, সংকট মোকাবিলার, এবং উন্নয়ন কাঠামো গড়ে তোলার।
“আমরা ভুল করেছি, ত্রুটি থেকেছি—স্বীকার করি। কিন্তু মানুষ যেমন অতীত থেকে শেখে, আমরাও শিখেছি। অতীতের ভুলগুলো আর করব না, ইনশাআল্লাহ,” বলেন তিনি।
তারেক রহমান আরও যোগ করেন, “আমাদের অভিজ্ঞতা আছে, কমিটমেন্ট আছে। সেই অভিজ্ঞতা ও প্রতিশ্রুতির ভিত্তিতেই আমরা দেশ পরিচালনায় সফল হতে পারব। আমরা শুধু প্রতিশ্রুতি দিতে চাই না, বাস্তবায়ন করতে চাই।”
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: